কিশোরগঞ্জের সাংবাদিক নুরুল গুরুতর অসুস্থ, সুচিকিৎসার জন্য প্রয়োজন সহযোগিতা 

ষাইটধার মাইঝহাটি গ্রামের বাসিন্দা দৈনিক ‘আমাদের নতুন সময় ও আমাদের অর্থনীতি’ পত্রিকার নিকলী উপজেলা প্রতিনিধি নুরুলের ইসলাম নুরুল দীর্ঘদিন যাবত লিভারের জটিল সমস্যায় আক্রান্ত। তার গলা দিয়ে রক্ত যাচ্ছে। আর্ধিক অনটনে উন্নত চিকিৎসা দেওয়ার সামর্থ্য নেই নুরুলের। এ অবস্থায় সুচিকিৎসার জন্য তিনি দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন।  

সাংবাদিক নুরুলকে প্রথমে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নুরুলের ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও বর্তমানে তিনি স্থানীয় ম্যাডিল্যাবে হাসপাতালে চিকিৎসাধীন। ক'বছর পুর্বে অপারেশন করেও নুরুলের রোগ নিরাময় না হওয়ায় চিকিৎসক আবারো তাকে অপারেশনের পরামর্শ দিয়েছেন। নুরুলের সাথে যোগাযোগের মোবাইল নম্বর: ০১৪০৫৭৭৬০৮৩। 

news