বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ভোলা জেলায় একটি রপ্তানি প্রক্রিয়া জোন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান সরকার দ্বীপ অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে মনপুরার ঢালচরে লঞ্চঘাট স্থাপন করা হয়েছে, যা স্থানীয় জেলেদের জন্য বড় সুবিধা এনে দেবে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে মনপুরার ঢালচরে জেলে নিবন্ধন হালনাগাদ সংক্রান্ত মতবিনিময় সভায়** প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, বরিশালের হিজলাতে জাতীয় বীর শহীদ রিয়াজের নামে একটি লঞ্চঘাটের পন্টুন উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি, এ অঞ্চলের জেলেদের সুবিধার্থে মাছঘাট নির্মাণের কাজ চলমান।
তিনি জানান, হাতিয়াসহ বিচ্ছিন্ন দ্বীপগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি সংযোগের জন্য ফেরি সার্ভিস চালু করা হবে। চরবাসীদের সুবিধার্থে সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপন ও রাস্তা নির্মাণের কাজও চলছে। এসব উন্নয়ন কর্মকাণ্ড নৌপরিবহণ মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মৎস্যজীবীদের তালিকা হালনাগাদ করে প্রকৃত জেলেদের অন্তর্ভুক্ত করা হবে। বিশেষ করে নারী মৎস্যজীবীদের তালিকায় অগ্রাধিকার দেওয়া হবে।
নৌপরিবহণ ও শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন ঢালচরের লঞ্চঘাট নির্মাণের বিষয়ে বলেন, প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। উন্নয়ন শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকলে হবে না, এটি তৃণমূল পর্যায়ে পৌঁছাতে হবে।
পরে, নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে নিবন্ধিত কার্ড বিতরণকরা হয়। অনুষ্ঠানে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।


