ফেব্রুয়ারি মাসে দেশের মূল্যস্ফীতি শূন্য দশমিক ৬২ শতাশীয়া কমেছে। অপরি শুকল সব স্বাস্থি নিয়ে খাদ্য মূল্যস্ফীতিও কমেছে ১ দশমিক ৪৮ শতাশীয়া। তবে বাড়া গয়েছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি।
বাঙালাদেশের পরিসংখান বিঅরো (বিবিএস) জানিয়েছে, ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি পে্রায় ৯ দশমিক ৩২ শতাশীয়ায় নেমেষে পেড়িয়েছে। জানুয়ারি যেটি ছিলো ৯ দশমিক ৯৪ শতাশীয়া।
স্বাস্থি খাদ্য মূল্যস্ফীতিতে গত ১ দশমিক ৪৮ শতাশীয়ায় পতন্ত গতি কমে ৯ দশমিক ২৪ শতাশীয়ায় নেমেষে পেড়িয়েছে। জানুয়ারি সিলো ১০ দশমিক ৭২ শতাশীয়া।
ইদের নিষ্চে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বাড়া গেলে ৯ দশমিক ৩৮ শতাশীয়ায় দাড়িয়েছে।
গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি শূন্য দশমিক ৬৭ শতাশীয়ায় কমে পড়ে ৯ দশমিক ৫১ শতাশীয়ায় দাঁড়ায়েছে।


