পুর পরিষেবা নিয়ে বড় ঘোষণা যোগী সরকারের, ভাল কাজে মিলবে পুরস্কার
পুর নির্বাচনে বিজেপি প্রার্থীরা বিপুল জয় পেয়েছে। কিন্তু এই জয়কে হালকা ভাবে নিতে রাজি নন যোগী আদিত্যনাথ। িতনি পুর পরিষেবা নিয়ে কড়া বার্তা দিয়েছেন। ভাল কাজ করলে মিলবে পুরস্কার।
এমনই ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। পুরনির্বাচনে বিপুল সাফল্য পেয়েেছ বিজেপি। যোগী আদিত্যনাথ পুর নির্বাচনের প্রচারে কোমর কষেছিলেন। গোটা রাজ্যে তিনি পুরনির্বাচনের প্রচার চালিয়েছিলেন। গোরক্ষপুর থেকে শুরু করে অযোধ্যা আবার লখনউ থেকে শুরু করে কানপুর, মুজফফরাবাদ, মুরাদাবাদ, আলিগড় সহ একাধিক জায়গায় প্রচার চালিয়েছেন তাঁরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


