একেবারে বিনামূল্যে বন্দে ভারতে চড়ার সুযোগ! বড় যোজনার ঘোষণা রেলমন্ত্রীর
ভারতীয় রেলের মানচিত্র বদলে দিয়েছে বন্দেভারত! ইতিমধ্যে একাধিক রুটে বন্দে ভারত সপ্তাহে ছয়দিন ছুটছে। আগামী পাঁচ বছরের মধ্যে আরও ৪০ টি বন্দে ভারত ট্র্যাকে নামানোর টার্গেট রয়েছে রেলের।
তবে এর মধ্যেই বড় ঘোষণা কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। ভারতের প্রথম সেমি বুলেট ট্রেনে একেবারে ফ্রিতে সফর করার সুযোগ। তবে এই সুযোগ কিন্তু সবার জন্যে নয়। তাহলে কারা পাবেন এই সুযোগ?সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


