চলন্ত ট্রেনে ভয়ঙ্কর কাণ্ড, হঠাৎ অসুস্থ একাধিক যাত্রী, ২ জনের মৃত্যু
পাটনা-কোটা এক্সপ্রেস ট্রেনে চাঞ্চল্যকর ঘটনা। চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন একের পর এক যাত্রী। চিকিৎসক আসার আগেই ২ যাত্রীর মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন আরও ৬ যাত্রী। বারাণসী থেকে ট্রেনটি ছাড়ার পরেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। আগ্রা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে খবর যেতেই তৎপরতার সঙ্গে স্টেশনে ট্রেন ঢোকা মাত্র চিকিৎসক নিয়ে হাজির হয়। যাঁরা অসুস্থ হয়েছেন বা মারা গিয়েছেন তাঁরা সকলেই নন এসি কামরায় সফর করছিলেন। এবং এস-২ কামরায় তাঁরা সফর করছিলেন বলে জানা গিয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


