কিছু করার নেই হিন্দুত্বের সঙ্গে! বিদেশের মাটি থেকে বিজেপিকে আক্রমণ রাহুল গান্ধীর
হিন্দুত্বের সঙ্গে কোনও সম্পর্ক নেই এবং বিজেপি যা করে তাতে হিন্দু কিছু নেই। বিদেশের মাটি থেকে এইভাষাতেই বিজেপি ও আরএসএসকে নিশানা করলেন রাহুল গান্ধী। ফ্রান্সে এক অনুষ্ঠানে রাহুল বলেন, তিনি গীতা ও উপনিষদ পড়েছেন। এছাড়াও অনেক হিন্দু বই পড়েছেন। সেখানে বিজেপি একেবারেই হিন্দু নয়। রাহুল গান্ধী বলেছেন, তিনি কোনও হিন্দু বইতে কোথাও পড়েননি, বা কোনও বিদ্বান হিন্দু ব্যক্তির কাছ থেকে শোনেননি, কেউ তার থেকে দুর্বল লোকেদের ক্ষতি করেন। রাহুল বলেছেন, হিন্দু জাতীয়তাবাদী শব্দটি ভুল। তারা (বিজেপি) হিন্দু জাতীয়তাবাদী নন, হিন্দু ধর্মের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।
সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি