যারা গরিবদের লুট করছে তাদের স্থান কারাগারে! রাজস্থানে প্রচারে বড় প্রতিশ্রুতি মোদীর
কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী। কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি গ্যারান্টি দিতে এসেছেন, যাঁরা গরিরদের লুট করেছে তাঁদেরকে রেহাই দেওয়া হবে না। প্রধানমন্ত্রী সভায় জনগণকে আশ্বাসের সুরে বলেন, রাজস্থানেও সেদিন বেশি দূরে নয়, যেদিন যারা গরিবদের লুট করেছে, তারা কারাগারে থাকবে। প্রধানমন্ত্রী দাবি করেন, বিজেপির সরকারের আমলে দরিদ্র ও জনকল্যাণের ঐতিহ্য রয়েছে।


