দিল্লিতে কোচিং সেন্টারে বন্যার পানি ঢুকে তিন শিক্ষার্থীর মৃত্যু
ভারতের রাজধানী দিল্লির একটি জনপ্রিয় কোচিংয়ের বেজমেন্টে আকস্মিকভাবে বন্যার পানি ঢোকে। এতে তিন শিক্ষার্থী চার ঘণ্টারও বেশি সময়ের জন্য আটকে যায়। পরবর্তীতে তাদের মৃত্যু হয়।
দিল্লির রাজেন্দ্র নগরে ‘রাও আইএএস স্টাডি সার্কেল’ নামের এই কোচিং সেন্টারটি ছিল। শনিবার সন্ধ্যার দিকে দিল্লিতে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি পরবর্তীতে কোচিংটির বেজমেন্টে প্রবেশ করা শুরু করে।
দিল্লি সেন্ট্রাল পুলিশের উপকমিশনার এম হর্ষবর্ধন সাংবাদিকদের বলেছেন, ‘মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযানের সময় বেজমেন্টে ৭ ফুট পানি ছিল।
যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে দুইজন মেয়ে শিক্ষার্থী। অপরজন ছেলে শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, তাদের কাছে তথ্য রয়েছে ওই বেজমেন্টে ৩৩ জন শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে ৩০ জন বেরিয়ে যেতে সমর্থ হয়।