ভারতের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনার ঝড় তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোপালে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে মঙ্গলবার (৩ জুন) তিনি বলেন, “মাত্র একটি ফোনেই প্রধানমন্ত্রী মোদি পাকিস্তানের সামনে মাথা নত করেছেন।”
রাহুলের ভাষ্য, “ট্রাম্পের ফোন আসতেই নরেন্দ্র মোদি তৎক্ষণাৎ আত্মসমর্পণ করলেন। এটাই বিজেপি-আরএসএসের আসল চরিত্র—চাপ দেখলেই পিছু হটে।” তার এই বক্তব্যে মুহূর্তেই মঞ্চে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। খবর ইকোনোমিক টাইমস-এর।
রাহুল গান্ধীর এই বক্তব্য আসে এমন এক সময়ে, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে চরম উত্তেজনা ছড়ায়। গত ৭ মে ভারত পাকিস্তানে মিসাইল হামলা চালায়, যার পাল্টা জবাবে পাকিস্তান ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস করে। পরিস্থিতি যখন যুদ্ধের দিকে এগোচ্ছে, তখন ১১ মে হঠাৎই উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
এই নাটকীয় মোড় নিয়েই রাহুলের অভিযোগ—“ট্রাম্পের একটি ফোনেই মোদি পিছু হটলেন। অথচ ১৯৭১ সালে আমেরিকার সপ্তম নৌবহর বাংলাদেশের মুক্তিযুদ্ধ থামাতে এলেও ইন্দিরা গান্ধী বিন্দুমাত্র ভয় পাননি।”
তিনি আরও বলেন, “বিজেপি ও আরএসএস বরাবরই আত্মসমর্পণ করে এসেছে। স্বাধীনতা আন্দোলনের সময়ও তারা ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছে। আর কংগ্রেস—মহাত্মা গান্ধী, নেহরু, প্যাটেল—তারা সবসময়ই লড়েছেন, কখনো মাথা নিচু করেননি।”
ভাষণের সময় কংগ্রেস কর্মীদের করতালিতে মুখর হয়ে ওঠে সভাস্থল। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, রাহুলের এই আক্রমণ বিজেপিকে চাপের মুখে ফেলতে পারে। তবে অনেকে এটিকে বলছেন ‘নির্বাচনী নাটকীয়তা’।
লোকসভা নির্বাচন ঘিরে ভারতের রাজনীতিতে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। রাহুলের এই বক্তব্য তাতে নতুন মাত্রা যোগ করেছে।


