১২ জুন এয়ার ইন্ডিয়ার এক ভয়াবহ বিমানের দুর্ঘটনায় প্রায় ২৭০ জন প্রাণ হারিয়েছিলেন। আজও বহু পরিবার তাদের প্রিয়জনের দেহাবশেষ পাননি, এখনও শোকের ছায়া লেগে আছে। এমন পরিস্থিতিতে বিমানের গ্রাউন্ড সার্ভিস দায়িত্বে থাকা এয়ার ইন্ডিয়া স্যাটসের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাকে ভারতের গুরুগ্রামে একটি ডিজে পার্টিতে নাচতে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক নিন্দার মুখে পড়েছে।
২১ জুন পর্যন্ত মোট নিহত ২২০ জনের মধ্যে মাত্র ২০২ জনের দেহ পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে। বাকির ডিএনএ পরীক্ষা শেষে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। স্যাটস কোম্পানিটি ব্রিটিশ-ভারতীয় এয়ার ইন্ডিয়া ও সিঙ্গাপুর ভিত্তিক স্যাটস লিমিটেডের যৌথ উদ্যোগে পরিচালিত, যার দায়িত্ব ছিল এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনারের গ্রাউন্ড সার্ভিস পরিচালনা।
২০ জুন গুরুগ্রামে অনুষ্ঠিত পার্টিতে স্যাটসের সিওও আব্রাহাম জাকারিয়া, সিএফও ও বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের জিএম সম্মিরিত কোটিয়ানসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও সম্পর্কে আমরা অবগত। যদিও ভিডিওর প্রেক্ষাপট ভিন্ন, যাদের জন্য মানসিক কষ্ট হয়েছে, তাদের প্রতি আমরা দুঃখপ্রকাশ করছি।’ তবে শোকাহত পরিবার ও সাধারণ মানুষ এই ক্ষমা-প্রার্থনাকে অপ্রতুল মনে করছেন।
শোকসন্তপ্ত অনেকেই তাদের মন্তব্যে কর্মকর্তা ও পার্টি আয়োজনকে ‘অসংবেদনশীল’ ও ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন।
এদিকে, ফরেনসিক দল, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ও গুজরাট সরকার একযোগে কাজ করে যাচ্ছেন অবশিষ্ট মৃতদেহ শনাক্তকরণ ও হস্তান্তরের কাজ সম্পন্ন করতে।


