কে এই বিজেপি নেত্রী ! প্রস্রাব চাটানো থেকে গরম রডের বাড়ি, জনজাতি পরিচারিকার উপর নির্মম অত্যাচার
জনজাতি সম্প্রদায়ভুক্ত পরিচারিকাকে দিনের-পর-দিন গরম তাওয়া, লোহার রড দিয়ে মারধর করেছেন এক বিজেপি (BJP) নেত্রী। রাঁচির সেই প্রভাবশালী বিজেপি নেত্রী সীমা পাত্র (Sima Patra) শুধু এটুকুতেই থেমে থাকেননি। ওই পরিচারিকাকে প্রস্রাব চাটতেও বাধ্য করা হয়েছে। বুধবার সকালে সীমাকে গ্রেফতার করেছে পুলিশ।
কিন্তু কে এই সীমা?
সীমা ছিলেন বিজেপির মহিলা মোর্চার জাতীয় কর্মসমিতির সদস্য।
বেটি বাঁচাও-বেটি পড়াও কর্মসূচির ঝাড়খণ্ডের আহ্বায়ক ছিলেন তিনি।
তাঁর স্বামী মহেশ্বর পাত্র একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। তাঁর বিরুদ্ধে অত্যাচারের কোনও প্রমাণ নেই বলে জানিয়েছে পুলিশ।
এই ভিডিও সামনে আসতেই বিজেপি সীমাকে সাসপেন্ড করেছে।
দিলীপের যুযুৎসুর প্যাঁচ! মাটি ধরলেন বিজেপি নেতা
কী ভাবে সামনে এল ঘটনা?
জানা গিয়েছে, জনজাতি পরিচারিকার উপর সীমার এই বর্বরোচিত অত্যাচারের বিষয়টি সামনে আনেন তাঁর ছেলে আয়ুষ্মান। প্রায়বৃদ্ধা পরিচারিকার উপর মায়ের ওই নির্মম অত্যাচার দেখে আয়ুষ্মান তাঁর বন্ধুদের খবর দেন। তাঁরাই জানান পুলিশকে। তারপর পুলিশ গিয়ে পরিচারিকাকে উদ্ধার করে।।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


