রাখাইনের মংডু দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি নিষিদ্ধ করল মিয়ানমার
মিয়ানমারের দুটি ব্যাংকের সম্পদ জব্দ করার সোনালী ব্যাংকের সিদ্ধান্তের পর দেশটির সামরিক পরিষদ খাদ্য-পণ্য রপ্তানি বন্ধের এই সিদ্ধান্ত নিলো।
১ সেপ্টেম্বর দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করে যে মংডু হয়ে যেসব পণ্য বাংলাদেশে রপ্তানি হবে না তার মধ্যে রয়েছে চাল, শিম, চীনাবাদাম ও পেঁয়াজ। বলা হয়েছে, রাখাইন রাজ্যের রাজধানী সিত্তওয়ের বাণিজ্যিক জোন হয়ে সেগুলো বাংলাদেশে আসবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
সামরিক সরকারের বাণিজ্য বিভাগের মহাপরিচালক মিন্ত থুরা বলেছেন, ‘সোনালী ব্যাংক যে বিধিনিষেধ আরোপ করেছে, তাতে মানুষ ও পণ্য পাচার হতে পারে। পাচার রোধের জন্যই সিত্তওয়ে হয়েই রপ্তানি হওয়া উচিত।’
চলতি বছরের জুন মাসে যখন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সম্পদ জব্দের নিষেধাজ্ঞা আরোপ করে তখন সোনালী ব্যাংকে জান্তা-নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান মায়ানমা ফরেন ট্রেড ব্যাংক (এমএফটিবি) এবং মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (এমআইসিবি)-এর ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যালেন্স ছিল।
মিয়ানমার নাউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, যদিও সাম্প্রতিক স্থবিরতায় এমআইসিবি এবং এমএফটিবি উভয়ের জন্য এই ধরনের লেনদেন বন্ধ হয়ে গেছে, তবুও আমানতের সনদপত্র ব্যবহার করে এমআইসিবির মংডু শাখা থেকে সোনালী ব্যাংকের টেকনাফ উপজেলা শাখায় একবারে ৫০,০০০ ডলার পর্যন্ত স্থানান্তর করা সম্ভব।
রাখাইন রাজ্যের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান টিন অং ওও বলেছেন নিষেধাজ্ঞা রাজ্যের অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে না। কারণ এখনও সিত্তওয়ের মাধ্যমে পণ্য রপ্তানি করা যেতে পারে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


