ভারতের মনিপুরে ছুটিতে আসা সেনাকে অপহরণের পর হত্যা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সহিংসতা বিক্ষত রাজ্য মণিপুরে এই ঘটনা ঘটে। নিহত ওই সেনার নাম সিপাহী সার্তো থাংথাং কোম। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। নিজ বাড়ি থেকেই তাকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তাকে হত্যা করে।
মণিপুরের গত শনিবার সকাল ১০টার দিকে ইম্ফল ওয়েস্ট জেলার গ্রামের বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা সার্তো থাংথাং কোমকে অপহরণ করে নিয়ে যায়। পরের দিন সকালে তার মরদেহ পাওয়া যায়।
এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী তার ১০ বছর বয়সী ছেলে। ছেলেটি পুলিশকে জানায়, তার বাবা ও সে বারান্দায় কাজ করছিল। এ সময় তিনজন লোক তাদের বাড়িতে প্রবেশ করে। তারা কোমের মাথায় পিস্তল ধরে তাকে একটি সাদা গাড়িতে তুলে নিয়ে যায়। পরে ইম্ফল ইস্টের মংজামের পূর্বে খুনিংথেক গ্রামে তার মরদেহ পাওয়া যায়। ভারতীয় সেনাবাহিনীর নিহত এই সৈনিকের মাথায় বুলেটের ক্ষত ছিল।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সিপাহী সার্তো থাংথাং কোমের হত্যার তীব্র নিন্দা জানাই এবং এই কঠিন সময়ে সম্ভাব্য সব উপায়ে নিহতের পরিবারকে সহায়তা করার জন্য সেনাবাহিনীর একটি দল সেখানে ছুটে গেছে।
প্রায় সাড়ে চার মাস ধরে মণিপুর রাজ্যের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর মাঝে উত্তেজনা চলছে। গত মে মাসের শুরুর দিকে স্থানীয় কুকি উপজাতিরা তফসিলি উপজাতির মর্যাদার দাবির প্রতিবাদে সংহতি সমাবেশের আয়োজন করে। এই সমাবেশ ঘিরে ওই দিন পার্বত্য এই রাজ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
দীর্ঘ সময় ধরে চলা ওই সহিংসতায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। রাজ্যটিতে কোটি টাকার সম্পত্তি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


