প্রতিরোধ বাহিনীর ভয়ে উদ্বিগ্ন ইসরাইল: বিমান মহড়া মধ্যরাতে

ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনী গত মাঝরাতে মহড়া চালিয়েছে। প্রতিরোধ বাহিনীর ভয়ে শ'খানেক জঙ্গিবিমান নিয়ে তারা রাতের বেলা মহড়া চালায়। ইহুদিবাদী সেনারা প্রতিনিয়ত ফিলিস্তিনীদের বাড়িঘর, শহর, গ্রামে হামলা চালায়।

অধিকৃত কুদসসহ পশ্চিমতীরে তারা নিয়মিত আগ্রাসি হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনীদের হত্যা করছে। তাদের হামলার জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গত বছর "সাইফুল কুদস" নামে অভিযান চালায়। ওই অভিযানের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিরোধ যোদ্ধারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছে: কুদসের তলোয়ার এখনও খোলাই আছে।

প্রতিরোধ বাহিনী সতর্ক করে দিয়ে বলেছে: তাদের নেতাসহ আল-কুদসের ব্যাপারে কোনোরকম বোকামি করলে ইহুদিবাদীদের জন্য জাহান্নামের দ্বার উন্মুক্ত করা হবে।

ইসরাইলি চ্যানেল আই-টুয়েন্টি ফোরের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে গতরাতে ইহুদিবাদীদের বিভিন্ন ঘাঁটি থেকে শ'খানেক জঙ্গিবিমান বেরিয়ে এসে দূরপাল্লার আক্রমনের মহড়া দিয়েছে। বিশেষ করে দূরপাল্লার হামলার জন্য তেল নেওয়ার অনুশীলন করেছে তারা। ওই মহড়া ছিল তাদের সপ্তাহব্যাপী চলমান 'চ্যারিয়টস অব ফায়ার' মহড়ার অংশ। গেল সপ্তায়ও তারা অধিকৃত ভূখণ্ডে বিমান এবং জঙ্গিবিমান নিয়ে মহড়া চালিয়েছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news