গাজার পরিস্থিতির উন্নয়ন করতে নেতানিয়াহুর প্রতি শুলজের আহ্বান

জার্মানির চ্যান্সেলার ওলাফ শুলজ ইসরায়েলের  প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন কলে এই আহ্বান জানান। জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইট একথা জানান। 

দুই নেতা ফোন আলোপের সময় আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়  করেন। এ সময় শুলজ বৃহত্তর সংঘাত ছড়িয়ে পড়ার ব্যাপারে তার উদ্বেগের কথা নেতানিয়াহুর সঙ্গে শেয়ার করেন।

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যায় সহায়তা দেশগুলোর মধ্যে জার্মানি অন্যতম।  ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ হল শুলজের জার্মানি। 

গাজায় ২৪০ দিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল । ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যায় নিহত হয়েছেন অন্তত ৩৬,৪৩৯ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৮২,৬২৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news