যুদ্ধবিরতি লঙ্ঘন: ইয়েমেনের ৩টি তেলবাহী জাহাজ আটকে রেখেছে সৌদি আরব

জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সত্ত্বেও সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সেনারা ইয়েমেনগামী তিনটি তেলবাহী জাহাজ আটকে রেখেছে। এসব জাহাজে হাজার হাজার টন তেল রয়েছে।

ইয়েমেনের জনগণ যখন মারাত্মক রকমের জ্বালানি সংকটে ভুগছে তখন সৌদি আরব নির্দয়ভাবে এ সমস্ত তেলবাহী জাহাজ আটকে রেখে ইয়েমেনি জনগণের দুর্ভোগ আরো বাড়িয়ে তুলেছে।

ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির মুখপাত্র ইসাম আল-মোতাওয়াকিল বলেন, এসব জাহাজকে কোনমতেই ইয়েমেনের বন্দরের ভিড়তে দিচ্ছে না সৌদি আরব। তিনি জানান, এসব জাহাজের ইয়েমেনের হুদাইদা বন্দরে যাওয়ার কথা ছিল। জাতিসংঘ কর্মকর্তারা জাহাজের পরিদর্শন প্রক্রিয়ায সম্পন্ন করার পরও জাহাজগুলোকে সৌদি নেতৃত্বাধীন আরো জোটের সেনারা গন্তব্যে যেতে দিচ্ছে না।

মুতাওয়াকিল জানান, জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার পর জ্বালানিবাহী ৫৪টি জাহাজ ইয়েমেনের যাওয়ার কথা ছিল কিন্তু এ পর্যন্ত মাত্র ৩৩টি জাহাজ পৌঁছেছে। ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে গত ২ এপ্রিল যুদ্ধবিরতি চুক্তি হয় এবং জুন মাসের ২ তারিখে তা আরো দুই মাসের জন্য বাড়ানো হয়।

চুক্তি অনুযায়ী সৌদি আরব ইয়েমেনের সঙ্গে স্বাভাবিক আচরণ করতে ব্যর্থ হওয়ার পরও জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গ সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করছেন না বলে অভিযোগ করেন মুতাওয়াকিল। এছাড়া ইয়েমানের ক্ষুধাপীড়িত মানুষের জন্য জাতিসংঘ তেমন কোনো ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারেনি বলেও অভিযোগ করেন মোতাওয়াকিল।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে

news