এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জুন, ২০২৪, ০২:০৬ পিএম
দুবাইগামী বিমানে বোমাতঙ্ক!
মঙ্গলবার সকালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের অফিসে ইমেলটি আসে। সেই ইমেলে দাবি করা হয়, দিল্লি থেকে দুবাইগামী বিমানের মধ্যে বোমা রয়েছে। ইমেলটি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।
এএনআই সূত্রের উদ্ধৃতি দিয়ে আনন্দবাজার জানায়, বিমানটি খালি করে দিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। তারা এসে তল্লাশি করে। তবে বিমানের মধ্যে কিছুই মেলেনি বলে খবর। পরে বিমানটি দুবাইয়ের পথে যাত্রা করে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি