এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৪, ০৪:১১ পিএম
বাংলাদেশ নারী দলের জন্য আইসিসির উইমেন্স চ্যাম্পিয়নশিপ যেন আশীর্বাদ হয়ে এসেছে। ২০২২-২০২৫ চক্রে বেশ কিছু বড় সিরিজ খেলেছে নিগার সুলতানা জ্যোতিরা। তবে এখনো সেই চক্র শেষ হওয়ার আগেই সুখবর হাজির। ২০২৫-২০২৯ চক্রে টাইগ্রেসদের জন্য অপেক্ষায় আরও অনেক চমক। প্রথমবারের মতো খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ।
এই চক্রে আগের মতোই ঘরের মাঠে চারটি ও বাইরের মাঠে চারটি সিরিজ মিলিয়ে মোট ৮ টি ওয়ানডে সিরিজ খেলবে দলগুলো।
বাংলাদেশ ঘরের মাঠে চারটি সিরিজ খেলবে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্যদিকে বাইরের দেশের সিরিজগুলো হলো ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে। - ডেইলি ক্রিকেট
আইসিসি চ্যাম্পিয়নশিপের বাইরেও বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে একটি ওয়ানোডে ও টি-টোয়েন্টি সিরিজ। সব মিলিয়ে ২৭ ওয়ানডে ও ৩০ টি-টোয়েন্টির ব্যস্ত এক সূচি বাংলাদেশ নারী দলের। এর বাইরে আছে বৈশ্বিক টুর্নামেন্ট। ২০২৫-২০২৯ এই সময়ে অন্তত পাচটি টুর্নামেন্ট খেলার কথা টাইগ্রেসদের।