ঢাকা, সোমবার, মার্চ ৩১, ২০২৫ | ১৭ চৈত্র ১৪৩১
Logo
logo

নগদে প্রশাসক নিয়োগ বৈধ, হাইকোর্টের রায়


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০২ পিএম

নগদে প্রশাসক নিয়োগ বৈধ, হাইকোর্টের রায়

মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান নগদে প্রশাসক নিয়োগ বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই নিয়োগ চ্যালেঞ্জ করে দাখিল করা রিট খারিজ করেছেন আদালত।  

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেন।  

আদালত রায়ে উল্লেখ করেছেন, ‘নগদ’ ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান, যার মূল নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের অধীনে। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন প্রতিষ্ঠান পুনর্গঠনের অংশ হিসেবে গত ২১ আগস্ট ‘নগদ’-এ এক বছরের জন্য প্রশাসক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।  

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, যে আইনের ক্ষমতাবলে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তা তখনও গেজেট আকারে প্রকাশিত হয়নি। তবে ব্যাংকের স্বার্থ রক্ষায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।  

এই নিয়োগের আওতায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং আরও কয়েকজনকে সহকারী প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি, ‘নগদ’-এর পূর্ববর্তী পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়।  

এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক সাফায়েত আলম হাইকোর্টে রিট আবেদন করেন। গত ১৭ সেপ্টেম্বর প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন এবং ১৫ জানুয়ারি পর্যন্ত প্রশাসকের কার্যক্রম স্থগিত রাখেন।  

অবশেষে, রোববার চূড়ান্ত রায়ে হাইকোর্ট রুল ও রিট খারিজ করে ‘নগদ’-এ প্রশাসক নিয়োগ বৈধ বলে ঘোষণা করেন।