ঢাকা, বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ | ২৫ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

মোদি সমর্থকদের চাপে নিউইয়র্কে মামদানির রাজনৈতিক সংকট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

মোদি সমর্থকদের চাপে নিউইয়র্কে মামদানির রাজনৈতিক সংকট

নিউইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোহরান মামদানি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকদের তীব্র বিরোধিতার মুখে পড়েছেন। বিজেপি ও হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো তাকে 'হিন্দুবিদ্বেষী' ও 'ভারতবিরোধী' বলে প্রচার করছে।

সম্প্রতি মামদানিকে লক্ষ্য করে স্ট্যাচু অব লিবার্টির উপর দিয়ে 'গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা' লেখা ব্যানার ওড়ানো হয়। এই প্রচারণার পেছনে মোদি-সমর্থিত ভারতীয়-আমেরিকান হিন্দু গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

মামদানি গত মে মাসে মোদিকে 'যুদ্ধাপরাধী' আখ্যা দিয়েছিলেন। এছাড়া তিনি মোদির নিউইয়র্ক সফর বন্ধেরও চেষ্টা করেছিলেন। এসব বক্তব্য তাকে হিন্দু ভোটারদের বিরাগভাজন করেছে।

২০২০ সালে এক বিক্ষোভে 'হিন্দুদের জারজ' বলা স্লোগানকে মামদানি নিন্দা না করায় সমালোচনার মুখে পড়েন। যদিও তার প্রচার দল এসব অভিযোগ এড়িয়ে যায়।

নিউইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র হওয়ার সম্ভাবনা থাকলেও মামদানিকে এখন মোদি-সমর্থকদের ব্যাপক বিরোধিতা মোকাবেলা করতে হচ্ছে। ভারতে বিজেপি-সমর্থিত মিডিয়াগুলোও তার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে।

মামদানির সমর্থকরা দাবি করেন, ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো ইচ্ছাকৃতভাবে তাকে 'হিন্দুবিরোধী' হিসেবে উপস্থাপন করছে। তবে দক্ষিণ এশীয় তরুণ ও মুসলিম ভোটারদের মধ্যে তার ব্যাপক সমর্থন রয়েছে।

নিউইয়র্কে প্রায় ৪.৫ লাখ দক্ষিণ এশীয় বাস করেন, যাদের মধ্যে হিন্দু ধর্মাবলম্বী প্রায় ৮০ হাজার। মামদানির বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের এই প্রচারণা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা এখনো স্পষ্ট নয়।