এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভারতের রাজধানী নয়াদিল্লির অনেক জায়গা পানিতে ডুবে গেছে। আর এবার আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) আরও বৃষ্টিপাতের আগাম সতর্কতা দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির পঞ্চকুইয়ান মার্গ, মথুরা রেড, মিন্টো ব্রিজ, বিজয় চক, মোতিবাগ, রাফি মার্গ, রাও তুলারাম মার্গ এবং নিজামউদ্দিন ফ্লাইওভারসহ আশপাশের বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়েছে।
গত শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টি মাঝে মাঝে থেমে গেলেও অনেক সময় একটানা প্রবল বৃষ্টি হচ্ছে। এ কারণে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এ পর্যন্ত ২০০-এর বেশি ফ্লাইট বাতিল করেছে।
আইএমডি জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত চলছে এবং আগামী কয়েকদিন ঝড়ো হাওয়া ও বৃষ্টির অবস্থা অব্যাহত থাকবে। বৃষ্টিভেজা আবহাওয়ায় নয়াদিল্লির তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে সর্বনিম্ন ২৫ ডিগ্রির মধ্যে থাকবে।
সাধারণত নয়াদিল্লির বর্ষাকাল জুন ও জুলাই মাস পর্যন্ত স্থায়ী হয়। কিন্তু আগস্টে এত দীর্ঘ সময় টানা বৃষ্টিপাত পড়া একেবারেই বিরল ঘটনা।