ঢাকা, রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

কাজলের কালো বডিকন ড্রেসে ভাইরাল ভিডিও, পাপারাজ্জি ট্রোল নিয়ে চটেছেন মিনি মাথুর! 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম

কাজলের কালো বডিকন ড্রেসে ভাইরাল ভিডিও, পাপারাজ্জি ট্রোল নিয়ে চটেছেন মিনি মাথুর! 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল ‘ট্রায়াল’ সিনেমার প্রচারে হাজির হয়েছেন কালো বডিকন ড্রেসে। এই ভিডিও প্রকাশ হতেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে, আর অভিনেত্রীকে নিয়ে শুরু হয়েছে ট্রোলের ঝড়। ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিরা বিভিন্ন দিক থেকে কাজলের দিকে ক্যামেরা তাকিয়েছেন, যার ফলে তার শরীরের ভাঁজ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

এই ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মিনি মাথুর। তিনি বলেন, “পাপারাজ্জিরা ইচ্ছাকৃতভাবে খুব কাছ থেকে ছবি তুলেছেন। এর ফলে কাজলের শরীরের অংশগুলো স্পষ্টভাবে ক্যামেরায় ধরা পড়েছে। তাই তাকে এত কটাক্ষের মুখোমুখি হতে হচ্ছে। এমনভাবে জুম করে ছবি তোলা একেবারেই ভুল। কাকে কেমন দেখাবে, সেটি কি তারা ঠিক করবে?”

নেটিজেনরা কাজলের ছবি নিয়ে বিভিন্ন কটাক্ষ করেছেন, যেমন ‘মোটা হয়ে গিয়েছেন’, ‘আপনি কি অন্তঃসত্ত্বা?’ তবে কাজল এসবের দিকে মোটেও কান দেননি। তিনি এসব ট্রোলকে উপেক্ষা করে ‘ট্রায়াল’ সিনেমার প্রচারে মন দিয়েছেন।

মিনি মাথুরও পাপারাজ্জিদের আচরণকে একেবারেই অনুচিত বলে মন্তব্য করেছেন। তিনি জানান, এ ধরনের ক্যামেরাবন্দি ছবি নেওয়া ও ব্যক্তিগত মন্তব্য করা কখনোই ঠিক নয়।