ঢাকা, রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

ফের রহস্যময় পোস্টে ইঙ্গিত দিলেন প্রিয়াঙ্কা চোপড়া! সোশ্যাল মিডিয়ায় ‘শেষ দেখা’ ও ‘অসম্মান’ নিয়ে পোস্ট, অনুরাগীরা জল্পনায় ব্যস্ত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম

ফের রহস্যময় পোস্টে ইঙ্গিত দিলেন প্রিয়াঙ্কা চোপড়া! সোশ্যাল মিডিয়ায় ‘শেষ দেখা’ ও ‘অসম্মান’ নিয়ে পোস্ট, অনুরাগীরা জল্পনায় ব্যস্ত

বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া ফের এক রহস্যময় পোস্টের মাধ্যমে অনুরাগীদের কৌতূহল বাড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রামের ‘স্টোরি’-তে তিনি মাঝে-মধ্যেই নানা মজার, কিন্তু রহস্যময় ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেন।

সম্প্রতি তিনি ওয়েব সিরিজ ‘দ্য অফিস’-এর একটি দৃশ্য শেয়ার করে লিখেছেন, ‘কারো সঙ্গে প্রথম দিন দেখা হলেই বোঝা যায়, এটাই আসলে শেষ দেখা।’ এই পোস্টকে ঘিরে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে—কার উদ্দেশ্যে এই ইঙ্গিত?

এর আগে প্রিয়াঙ্কার আরেকটি পোস্টও জল্পনা সৃষ্টি করেছিল। সেখানে লেখা ছিল, “সাধারণত আমি খুবই ভালো এবং বুঝদার মানুষ। কিন্তু একবার আমাকে অসম্মান করলে দেখুন, আপনি বুঝে যাবেন কেন আমার জীবনে মাত্র তিনজন বন্ধু।” এই পোস্ট জাতীয় পুরস্কারের মঞ্চে শাহরুখ খান সম্মানিত হওয়ার পর প্রকাশিত হয়েছিল।

অনুরাগীরা ধরে নিচ্ছেন, প্রিয়াঙ্কার এই রহস্যময় পোস্টগুলোর মধ্যে রয়েছে পুরনো সম্পর্ক, অসম্মান বা বিশ্বাসঘাতকতার ইঙ্গিত। উল্লেখ্য, আগে শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্কের গুঞ্জন বলিউডে বিস্তৃত ছিল। কিন্তু গৌরী খানের হস্তক্ষেপে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং প্রিয়াঙ্কা বলিউড ছেড়ে হলিউডে যাত্রা শুরু করেন।

এবার অনুরাগীরা মুখিয়ে আছেন, প্রিয়াঙ্কা কার দিকে ইঙ্গিত দিয়েছেন, আর কার সঙ্গে হতে পারে তার ‘শেষ দেখা’।