এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম

ভোজপুরি ইন্ডাস্ট্রির মঞ্চে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনার পর অঞ্জলি রাঘব ঘোষণা করেছেন, তিনি আর ভোজপুরি সিনেমা-সংগীত জগতে কাজ করবেন না। তিনি অভিযোগ করেছেন, এক অনুষ্ঠানে অভিনেতা ও সংগীতশিল্পী পবন সিং অকারণে তার কোমরে হাত দিয়েছিলেন।
ঘটনাটি একটি গানের প্রচার অনুষ্ঠানে ঘটে। সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু হঠাৎ মঞ্চে পবন সিং অঞ্জলির কোমরে স্পর্শ করেন। শুরুতে বিষয়টি আড়াল করার চেষ্টা করেন অঞ্জলি, ভেবেছিলেন শাড়িতে কিছু আটকে আছে। পরে মঞ্চ টিমের সদস্যরা নিশ্চিত করেন, সেখানে কিছুই ছিল না।
ভিডিওবার্তায় অঞ্জলি বলেন, “অনেকেই জানতে চাইছেন কেন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাইনি বা চড় মারিনি। কেউ কেউ আমাকে হাসতে দেখিয়ে সমালোচনা করছেন। আমি কি আনন্দ পাব যদি কেউ আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করে? একেবারেই না।”
তিনি আরও বলেন, “কোনও মেয়েকে তার সম্মতি ছাড়া ছোঁয়া প্রথম থেকেই ভুল। এই ধরনের ঘটনা আরও বেশি ভুল। যদি হরিয়ানায় এমন ঘটনা হতো, মানুষ নিজেরাই প্রতিবাদ করত।”
অঞ্জলি জানিয়েছেন, অনেকেই তাকে কিছু না বলার পরামর্শ দিয়েছিলেন, কারণ পবন সিংয়ের পিআর টিম বিষয়টিকে উল্টে দিতে পারে। কিন্তু নিজের অবস্থান স্পষ্ট করে তিনি ঘোষণা করেছেন, ‘আমি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করব না। আমার পরিবার ও হরিয়ানার কাজেই খুশি।’