এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ পিএম

ঢালিউডের সুপারস্টার শাকিব খান আবারও চমক দিয়ে হেডলাইন ছিনিয়ে নিয়েছেন। সিনেমা হোক, বিজ্ঞাপন হোক বা জনসম্মুখে হোক – যেখানেই তিনি যান, সেখানেই নতুন ট্রেন্ড শুরু হয়ে যায়।
এবার নেটওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে হট গসিপ: শাকিব কি অভিনয় ছেড়ে রাজনীতির ময়দানে নামছেন? না কি দেশের ‘নাম্বার ওয়ান’ নায়ককে এবার পর্দার বাইরে রাজনৈতিক মঞ্চে দেখব? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জমজমাট আলোচনা – তিনি নাকি যোগ দিচ্ছেন দেশের একটা বড় রাজনৈতিক দলে।
পর্দার সুপারহিরো কি সত্যিই রাজনীতিতেও হিরো হয়ে উঠবেন? ভক্তদের মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: শাকিব খান কি এবার দেশের নেতৃত্বে ভূমিকা নিতে চান?
এই গুঞ্জনের শুরু হয় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শাকিবের শোকবার্তা নিয়ে বিতর্ক থেকে। যুক্তরাষ্ট্র থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন তিনি, যা নিয়ে নেটিজেনদের একটা অংশ কঠোর সমালোচনা করে। পরে একটা দৈনিক পত্রিকায় বলেন, দেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি সম্মান দেখানো রাজনৈতিক দলের সীমানা ছাড়িয়ে যাওয়া উচিত।
রাজনীতিতে নিজের যোগসূত্র নিয়ে তখনই স্পষ্ট করে বলেছিলেন শাকিব, ‘আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না। কোনো রাজনৈতিক পদ নেই, দায়িত্বও নেই। বেশ কয়েকবার আমাকে রাজনীতিতে নেওয়ার প্রস্তাব এসেছে, কিন্তু সিনেমার কথা ভেবে এড়িয়ে গেছি। কোনো রাজনৈতিক সুবিধা নিইনি; বরং অনেক সময় রাজনৈতিক লোকদের জন্য কাজ আর ব্যক্তিজীবনে বাধা পেয়েছি।’
তবুও গুঞ্জন থামছে না। শাকিবের সম্ভাব্য রাজনীতিতে আসার খবরে ভক্তদের এক অংশ উত্তেজিত হয়ে উঠলেও অনেকে বলছেন, এই নায়ক পর্দাতেই ‘নাম্বার ওয়ান’ থাকুক, রাজনীতির মঞ্চে না।
তবে সবচেয়ে বড় কথা, এসব নিয়ে শাকিব খান নিজে এখনও কোনো অফিশিয়াল স্টেটমেন্ট দেননি। তাঁর কাছের লোকজনও কোনো ইঙ্গিত দিচ্ছে না। ফলে প্রশ্নটা ঝুলে আছে: এসব কি শুধু নেটের রটনা, নাকি সত্যিই শাকিব খান বড় কোনো রাজনৈতিক দলে পা রাখছেন? এখন শুধু সময়ের অপেক্ষা। উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন। তিনি।