ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫ | ২৫ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

নেইমার ছাড়াই বিশ্বকাপ? আনচেলত্তির কঠিন সুরে কাঁপছে ব্রাজিল ভক্তরা!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:১২ পিএম

নেইমার ছাড়াই বিশ্বকাপ? আনচেলত্তির কঠিন সুরে কাঁপছে ব্রাজিল ভক্তরা!

বিশ্বকাপের ড্র হয়ে গেল। ব্রাজিল জানল গ্রুপের প্রতিপক্ষ। কিন্তু এর মাঝেই বোমা ফাটালেন নতুন কোচ কার্লো আনচেলত্তি – ২০২৬ বিশ্বকাপে নেইমার জুনিয়রকে দলে পাওয়া হবে কি না, তাতে তিনি সন্দেহ প্রকাশ করলেন!

মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে একটাও ম্যাচের স্কোয়াডেও জায়গা হয়নি নেইমারের। ওয়াশিংটনে ড্র শেষে আনচেলত্তি সাফ বললেন, “নেইমার যদি বাকিদের চেয়ে ভালো খেলে, যদি সে দলে থাকার যোগ্যতা দেখায়, তবেই খেলবে। আমার কারও কাছে কোনো ঋণ নেই। নামের জন্য কাউকে দলে নেব না।”

৩৩ বছরের নেইমার ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গুরুতর চোট পান। তারপর জাতীয় দলে আর ফেরা হয়নি। তবে সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান লিগে এখনো আগুন ছড়াচ্ছেন – বুধবার মাংসপেশির চোট নিয়েও হ্যাটট্রিক! কাল ক্রুজেইরোর বিপক্ষেও খেলবেন বলে জানা গেছে।

কিন্তু আনচেলত্তি একদম সোজা কথা বললেন, “নেইমারকে নিয়ে কথা বললে বাকিদের নিয়েও বলতে হবে। ব্রাজিলকে তৈরি থাকতে হবে নেইমার থাকলেও, না থাকলেও। চূড়ান্ত স্কোয়াড মার্চের আন্তর্জাতিক ম্যাচের পর ঠিক হবে।”

তিনি আরও বললেন, “আমাদের সেরা গোলকিপার, দারুণ ডিফেন্ডার, মিডফিল্ডার আর ফরোয়ার্ড আছে। আমি এমন খেলোয়াড় চাই না যে নিজেকে সেরা প্রমাণ করতে চায়, আমি চাই যে বিশ্বকাপ জিততে চায়!”

ব্রাজিল পড়েছে গ্রুপ সি-তে। প্রতিপক্ষ – ২০২২-এ চমক দেখানো মরক্কো, দৃঢ় স্কটল্যান্ড আর ১৯৭৪-এর পর প্রথমবার বিশ্বকাপে আসা হাইতি। মরক্কোকে ‘খুব শক্তিশালী’, স্কটল্যান্ডকে ‘দারুণ দৃঢ়’ বললেন আনচেলত্তি।

ব্রাজিল শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে, ১৯ জুন হাইতি আর ২৪ জুন স্কটল্যান্ডের সঙ্গে। কোচের লক্ষ্য – গ্রুপ টপার হয়ে পুরো টুর্নামেন্টে দাপট দেখানো।

২০০২-এর পর আর বিশ্বকাপ জেতেনি ব্রাজিল। গত বিশ্বকাপের পর ইতিমধ্যে চার কোচ বদল হয়েছে। এবার কি আনচেলত্তি নেইমার-বিতর্ক পেরিয়ে ষষ্ঠ তারকা এনে দেবেন?