ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫ | ২৫ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

লিভারপুলের জয়ের দরজায় ধাক্কা! শেষ মুহূর্তে লিডসের চমক ড্রে-এর ঝড় তুলল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:১২ পিএম

লিভারপুলের জয়ের দরজায় ধাক্কা! শেষ মুহূর্তে লিডসের চমক ড্রে-এর ঝড় তুলল

লিভারপুল এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এক ম্যাচের পর এক ম্যাচে পয়েন্ট হারানো হয়ে গেছে তাদের নিয়মিত ঘটনা। এবারও ব্যতিক্রম নয়। এক কথায় দুর্ভাগ্য নিয়ে মাঠ ছেড়ে আসতে হয়েছে। দুই গোলে এগিয়ে থাকা অবস্থায় এক মুহূর্তের ভুলে গোল খেয়ে বসল লিভারপুল। পরক্ষণেই আরেকটা! লড়াইটা জমে উঠল।

তারপরও জয়ের পথেই ছিল দলটা। কিন্তু শেষ সময়ে সব উলটে দিল লিডস ইউনাইটেড। উজ্জীবিত পারফরম্যান্সে তারা রুখে দিল শিরোপাধির দলকে।

লিডসের মাঠে শনিবার বারবার মোড় ঘুরে যাওয়া প্রিমিয়ার লিগের ম্যাচটা ৩-৩ গোলে ড্র হয়েছে।

উগো একিটিকের জোড়া গোলে দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। এরপর, ডমিনিক ক্যালভার্ট-লুইন ও আন্টোনের গোলে সমতায় ফেরে লিডস। কিছুক্ষণ পর দমিনিক সোবোসলাইয়ের গোলে ফের এগিয়ে যায় সফরকারীরা। কিন্তু যোগ করা সময়ে তাদের থেকে পয়েন্ট বের করে নেন তানাকা।

ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া লিভারপুল লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল। গত সপ্তাহে সান্ডারল্যান্ডের বিপক্ষে কোনোমতে হার এড়িয়েছিল দলটি।

১৫ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে আগের মতোই অষ্টম স্থানে আছে লিভারপুল। তাদের উপরের দুটি দল ক্রিস্টাল প্যালেস ও সান্ডারল্যান্ডের পয়েন্টও সমান ২৩ করে; তবে প্যালেস একটি ম্যাচ কম খেলেছে। আর ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে লিডস ইউনাইটেড। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।