এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ জানুয়ারী, ২০২৩, ১১:০১ পিএম
তিন দফা ভোটের পরও নির্বাচিত হয়নি স্পিকার, অধিবেশন মুলতবি
মার্কিন কংগ্রেসের নতুন প্রতিনিধি পরিষদের উদ্বোধনী অধিবেশনে স্পিকার নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাকার্থি। মঙ্গলবার নতুন স্পিকার নির্বাচনের জন্য প্রতিনিধি পরিষদে তিন দফা ভোটাভুটি হলেও নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২১৮টি ভোট পেতে ব্যর্থ হন তিনি।
প্রথম দুই দফার ভোটে ম্যাকার্থি ২০৩টি করে ভোট পান। তৃতীয় দফা নির্বাচনে তার ভোট কমে দাঁড়ায় ২০২টিতে। সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাকার্থির বিরুদ্ধে স্পিকার পদে অনেকটা প্রতীকি প্রতিদ্বন্দ্বিতা করেন ডেমোক্রেটিক দলের নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসমান হাকিম জেফ্রিস। তিনি তিনবারই ভোট পান ২১২টি করে। গত 8 নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে তার দল প্রতিনিধি পরিষদে ২১২টি আসনে বিজয় লাভ করে। সে হিসাবে হাকিম জেফ্রিস তার দলের সব সদস্যের ভোট পেয়েছেন কিন্তু কেভিন ম্যাকার্থিকে নিজ দলের অনেকেই তাকে ভোট দেননি।
প্রথম দু দফার নির্বাচনে প্রতিবারই রিপাবলিকান দলের ১৯ জন সদস্য জিম জর্ডানকে ভোট দেন। কিন্তু জিম জর্ডান স্পিকার পদে নির্বাচন করেননি এবং তিনি নিজে ম্যাকার্থিকে ভোট দেয়ার জন্য কংগ্রেসম্যানদের প্রতি আহ্বান জানান। তারপরেও রিপাবলিকান দলের ১৯ জন কংগ্রেসম্যান প্রথম দুই দফায় জর্ডানকে ভোট দেন। তৃতীয় দফায় রিপাবলিকান দলের আরো একজন জর্ডানকে ভোট দেয়ার দলে যুক্ত হন। এ দফায় পান তিনি ২০ ভোট।
হাকিম জেফ্রিস ২১২ ভোট পেলেও কংগ্রেসে তার স্পিকার নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ তার দলের বাইরে রিপাবলিকান দল থেকে আরো অন্তত ছয়টি ভোট প্রয়োজন কিন্তু রিপাবলিকান দলের এই ছয়টি ভোট তিনি পাবেন বলে মনে হয় না। এ অবস্থায় মার্কিন কংগ্রেসের অধিবেশন স্থানীয় সময় বুধবার দুপুর পর্যন্ত মুলতবি করা হয়েছে। গত ১০০ বছরের মধ্যে এই প্রথম এ ধরনের মারাত্মক অচলাবস্থার মুখে পড়ল কংগ্রেস। এর আগে ১৯২৩ সালে কয়েক দফা ভোটাভুটির পর প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচ করা সম্ভব হয়।
বুধবার দুপুরে অধিবেশন বসলে, ম্যাকার্থি যে সহজেই নির্বাচিত হয়ে যাবেন এমনটিও ভাবার সুযোগ নেই। রিপাবলিকান দল থেকে ম্যাকার্থি শেষ পর্যন্ত বিজয়ী না হতে পারলে দলের দলের দ্বিতীয় প্রধান স্টিভ স্কেলাইজকে স্পিকার নির্বাচন করা হতে পারে। তিনি দলের মধ্যে খুবই জনপ্রিয়।
খবর পার্স/টুডে এনবিএস/২০২৩/একে