ভালো খেলেও আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের গোলশূন্য ড্র
রোববার ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বসুন্ধরা কিংসের মাঠে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিলো স্বাগতিক বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ২২ ধাপ এগিয়ে ১৫৭তম অবস্থানে আফগানিস্তান। ম্যাচ তাই দাপটটা তাদেরই বেশি থাকার কথা ছিল। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে গোল না পাওয়ায় ড্র করে মাঠ ছাড়ে দুই দল।
এদিন ম্যাচে ২৩তম মিনিটেই সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি জামালরা। রাকিব হোসেনের উদ্দেশে ডি-বক্সে আলতো পাস বাড়িয়ে দিয়েছিলেন শেখ মোরসালিন। বল দখলে নিলেও শট নিতে ব্যর্থ হন রাকিব। ২৬তম মিনিটে উল্টো গোল হজম করতে বসেছিল বাংলাদেশ। ডি-বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের নেয়া জোরালো শট তারিক কাজী কর্নারের বিনিময়ে কোনো রকম ঠেকিয়ে দেন।
৪২ মিনিটে ডি-বক্সের কিছুটা বাইরে ডান কর্নার থেকে ফ্রি কিক পেয়েছিল বাংলাদেশ। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি বাংলাদেশ। ফলে গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে আবারো বড় সুযোগ হাত ছাড়া করে লাল জার্সিধারীরা। ৫৫ মিনিটে পাল্টা আক্রমণে বিশ্বনাথের লম্বা পাসে আফগান গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন মোরসালিন। ৭০ মিনিটে গোল হজম থেকে রক্ষা পায় জিকোরা। ডান কর্নার থেকে নাজারির ক্রস গোলবারের সামনেই পেয়ে যান মোস্তফা। তবে বিশ্বনাথের বাধায় তিনি ঠিকঠাক হেড নিতে পারেননি। পরে ডিফেন্ডারদের নৈপুণ্যে রক্ষা পায় জামাল বাহিনী। ৭৭ মিনিটে ফিনিশিংয়ের দুর্বলতায় আরও একটি গোল মিস করে আফগানিস্তান। শেষ পর্যন্ত দুদলের লড়াই শেষ হয় সমতায়। ফিফা প্রীতি ম্যাচে আফগানদের বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচ আগামী ৭ সেপ্টেম্বর। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি