মিরাজকে সাজঘরে পাঠালেন অক্ষর প্যাটেল

এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার কলোম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটন দাসকে হারায় টাইগার। কোন রান না করেই মোহাম্মদ শামির বলে বোল্ড আউট হয়ে ফেরেন এই টাইগার ওপেনার। এরপর ১৩ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এ সময় চাপ বাড়ান তিনে নামা আনামুল হক বিজয়। তার আউটে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর অধিনায়ক সাকিব আল হাসান ক্রিজে নামা মেহেদী হাসান মিরাজকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন। তবে স্লিপে ক্যাচ দিয়ে থিতু মিরাজ ১৩ রান করে দ্রুতই বিদায় নেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিব ২৮ রান এবং তৌহিদ হৃদয় ৪ রানে ব্যাট করছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news