সাকিবকে প্রশংসায় ভাসালেন ইরফান পাঠান
এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতার সফরে স্মৃতি হয়ে থাকবে শুধু ভারতের বিপক্ষে ৬ রানের জয়। শেষ ম্যাচের ওই জয় বাংলাদেশকে নিয়ে গিয়েছে টুর্নামেন্টের ৩য় স্থানে। সেইসঙ্গে ক্রিকেটারদের মাঝেও যুক্ত হয়েছে বাড়তি আত্মবিশ্বাস। লোয়ার অর্ডারে রান আসা, পেসারদের নিয়ন্ত্রিত বোলিং সবমিলিয়ে ক্রিকেটে তাক লাগানো ফলাফল উপহার দিয়েছে বাংলাদেশ।
গতকাল ফাইনাল শেষে বাংলাদেশের প্রশংসা ঝরলো ভারতীয় সাবেক পেসার ইরফান পাঠানের কণ্ঠেও। বাংলাদেশি গণমাধ্যমকে সাবেক এই পেসার বলেন, বাংলাদেশ ম্যাচ জিতে দেখিয়েছে তারা কী করতে পারে। সাকিব, অন্য স্পিনার এবং পেসাররা ভালো করেছে। ভারত মূল একাদশ নিয়ে খেললে আমি মনে করি তাদের বিপক্ষে কেউই জিততে পারত না।
ব্যাটে বলে বাংলাদেশের জয়ে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। অধিনায়কত্বেও দেখা গিয়েছিল আত্মবিশ্বাসের ছাপ। সাকিবকে নিয়েও তাই প্রশংসাই করলেন ইরফান, সাকিবকে খেলতে দেখে অনেক ভালো লাগে। সে কোয়ালিটি প্লেয়ার। সে বাংলাদেশের লিডার। তবে আমি বাংলাদেশের কাছ থেকে সামনে আরো ভালো পারফরম্যান্স আশা করি।
বাংলাদেশের ব্যাপারেও ইরফানের মুখে শোনা গেল আত্মবিশ্বাসের সুর, সাকিব অধিনায়ক হিসেবে ভালো করছে। ভারতের বিপক্ষে জয় তাদেরকে অনেক আত্মবিশ্বাস এনে দেবে। বাংলাদেশ কিন্তু অনেক বছর ধরেই ভালো খেলছে। এখন তাদের ফাস্ট বোলিং ইউনিট অনেক ভালো। কম্বিনেশন ভালো থাকলে সামনে তারা আরো ভালো করতে পারবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


