যুব বিশ্বকাপ জেতায় ভারত সফরে মানসিক ভাবে শক্তিশালী আছি: তানজিম সাকিব
এবাদত হোসেনের চোটে এশিয়া কাপে শেষ মুহূর্তে সুযোগ পান তরুণ পেসার তানজিম হাসান তামিম। পরে এই পেসারের অভিষেক হয় ভারতের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচে। দুই উইকেট নিয়ে সবার নজর কাড়েন এই পেসার।
পরে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ খেলে ফের চোটে পড়েন। তবে বিশ্বকাপ দলে ঠিকই সুযোগ মিলেছে তার। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন। এবার প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বড়দের বিশ্বকাপে। এ নিয়ে রোমাঞ্চের কমতি নেই তানজিম সাকিবের। এই পেসার বলছেন, তাকে সাহস যোগাচ্ছে যুব বিশ্বকাপজয়।
বুধবার বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তানজিম বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতাটা ছিল অবশ্যই স্বপ্নের মতো আর এখন বড়দের সঙ্গে যাচ্ছি। ভালো খেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওটা আমাকে অনেক মোটিভেশন দেয়, কারণ একটা বিশ্বকাপ জিতছি, তো আমার কোনো ধরনের ভয় কাজ করে না। মানসিকভাবে অনেক শক্তিশালী আছি। এটা আমাকে অনেক মোটিভেশন দেয়।
প্রথমবার সাকিবদের সঙ্গে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে তানজিম বলেন, এটা অসাধারণ একটা অনুভূতি। যখন আমি আমার আব্বু-আম্মুকে বলছিলাম উনারাও খুব খুশি হয়েছিল। পাশাপাশি আমি নিজেও অনেক খুশি ছিলাম। প্রথমবারের মতো যাচ্ছি আমি আমি চেষ্টা করবো যতো পারা যায় শেখা যায় এখান থেকে। বিশ্বকাপে পৃথিবীর বড় বড় ক্রিকেটাররা ওখানে যাবে প্রত্যেকটা দেশের। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে খেলার জন্য আর শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ।


