ঢাকায় মঙ্গলবার বাংলাদেশ-লেবানন বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে মুখোমুখি
মালদ্বীপকে দারুণভাবে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের মূল বাছাইপর্বে জায়গা করে নিলেও এইপর্বের শুরুটা ছিল একেবারেই হতাশার। অস্ট্রেলিয়ার কাছে ০-৭ গোলের শোচনীয় হারের পর মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশ। এখানে প্রতিপক্ষ লেবানন। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা পৌনে ৬টায় ম্যাচটি মাঠে গড়াবে।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের দ্বিতীয় ধাপের দলগুলোর খেলায় ‘আই’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, লেবানন, অস্ট্রেলিয়া ও ফিলিস্তিন। গত ১৬ নভেম্বর মেলবর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ০-৭ গোলে পরাজিত হয় বাংলাদেশ। অপরদিকে, একই দিনে আরেক ম্যাচে ফিলিস্তিনের সঙ্গে গোলশূন্য ড্র করে লেবানন। বাংলাদেশের সঙ্গে ম্যাচের চারদিন আগে গত ১৭ নভেম্বর সকালে ঢাকায় পৌঁছায় লেবানন দল।
বাংলাদেশ ও লেবাননের মধ্যে এ পর্যন্ত ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তারমধ্যে বাংলাদেশ একটিতে জয়ী হয়েছে, হেরেছে দুটিতে। ২০১৪ সালের বিশ্বকাপ বাছাইপর্বে লেবানন ২৩ জুলাই ০-৪ গোলে হেরে যায়। আর ২৮ জুলাই ফিরতি ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জয়লাভ করে। চলতি বছরের ২২ জুন সাফ ফুটবলের অতিথি দল হিসেবে খেলতে আসা লেবানন ২-০ গোলে বাংলাদেশকে পরাজিত করে।
বিশ্ব ফুটবল র্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৩ এবং লেবানন ১০৪ নম্বরে। এই হিসেবে লেবানন বাংলাদেশের তুলনায় বেশ শক্তিশালী।
মঙ্গলবারের ম্যাচের পর বাংলাদেশের বাকি ম্যাচগুলো হবে ঢাকায় আগামী ২১ মার্চ ও ২৬ মার্চ রামাল্লায় ফিলিস্তিনের সঙ্গে, ৬ জুন ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ১১ জুন বৈরুতে লেবাননের বিরুদ্ধে। তবে যুদ্ধবিধ্বস্থ ফিলিস্তিন ও লেবানন দল বাংলাদেশের বিপক্ষে তাদের হোম ম্যাচগুলো নিরুপেক্ষ ভেন্যুতে খেলতে পারে।
উল্লেখ্য, প্রাক বাছাইপর্বে বাংলাদেশ মালদ্বীপকে হারিয়ে মূল বাছাইপর্বের টিকিট পায়। অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করার পর ঢাকায় হোম ম্যাচে তারা ২-১ গোলে মালদ্বীপকে হারিয়ে মূল বাছাইপর্ব নিশ্চিত করে। মূলপর্ব নিশ্চিত করায় বাংলাদেশ আগামী প্রায় এক বছর কমপক্ষে ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায় এবং বিশ্ব র্যাংকিংয়েও কয়েক ধাপ এগিয়ে যায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


