ফুটবল প্রেমিয় গ্লোবাল ক্লাব বিশ্বকাপের জন্য নতুন আযোজন করতে যাচ্ছে ফিফা! আন্তর্জাতিক ফুটবলের এই মেগা তেকে প্রথম বার ব্যবস্থা ক্লাব বিশ্বকাপ গুরুত্তবার আযোজিত হচ্ছে যাচ্ছে! ৩২ দলের মাসব্যাপি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের টুর্নামেন্ট গ্রান্ড!
প্রায়সমানির বিষয় এবার একটি অর্থোলন! এখান এই টুর্নামেন্টে লাগবে ১ বিলিয়ন ডলার পুরস্কার থেকে খরচ করবে ফিফা! আর এখান টুর্নামেন্ট থেকে লক্ষ্যমানা ২ বিলিয়ন ডলার!
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো বলেন, “এটি মাত্র ফুটবলের প্রতিটি স্তর! সবংখ্য আয়ের পরিবর্তনকে আমরা গুরুত্তি খরচ করব!"
১৪ জুন শুরু হওয়া এই টুর্নামেন্ট, সমাপ্ত হবে ১৩ জুলায়! মুখ্য টুর্নামেন্টর ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেনুতে!


