রিয়াল মাদ্রিদ ইউরোপের সবচেয়ে সফল ক্লাব, যার ঝুলিতে আছে রেকর্ড ১৫টি চ্যাম্পিয়নস লিগ, ৩৬টি লা লিগা ও ২০টি কোপা দেল রে শিরোপা। তবে এত সাফল্যের পরও ক্লাবটি এখনো ট্রেবল জয়ের স্বাদ পায়নি! আর সেই স্বপ্নই বাস্তব করতে চান কিলিয়ান এমবাপ্পে।
পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে রিয়ালে যোগ দেওয়ার পর ধীরে ধীরে ছন্দে ফিরেছেন এমবাপ্পে। এখন পর্যন্ত ৪৪ ম্যাচে ৩১ গোল করে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন এই ফরাসি তারকা। তার দুর্দান্ত ফর্মে এগিয়ে চলছে রিয়ালও। লা লিগায় বার্সেলোনার সঙ্গে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে আছে দলটি। কোপা দেল রের সেমিফাইনালে প্রথম লেগ জিতে ফাইনালের পথে এগিয়ে গেছে। আর চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে কোয়ার্টার-ফাইনালে।
বর্তমানে আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স দলের সঙ্গে থাকা এমবাপ্পেকে ফরাসি এক সংবাদমাধ্যম জিজ্ঞেস করেছিল, তার সাবেক ক্লাব পিএসজি তাকে ছাড়াই ভালো করছে কি না? উত্তরে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার পুরো মনোযোগ এখন রিয়ালের হয়ে ইতিহাস গড়ার দিকে।
"তাদের (পিএসজি) প্রতি আমার শুভকামনা, কিন্তু আমার মনোযোগ এখন রিয়াল মাদ্রিদের ট্রেবল জয়ের সম্ভাবনায়। রিয়াল এখনো কখনো ট্রেবল জিততে পারেনি। আমি যদি প্রথম মৌসুমেই এটি অর্জন করতে পারি, তাহলে তা অসাধারণ হবে!"
আগামী ২৯ মার্চ আন্তর্জাতিক বিরতির পর লেগানেসের বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরবে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের চোখ থাকবে সেই ম্যাচসহ বাকি সব শিরোপার দৌড়ে নিজেকে উজাড় করে দেওয়ার দিকে!


