শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার প্রেম ও বিয়ের গল্প রোমান্টিক সিনেমাকেও টেক্কা দেবে! এক হোটেলে প্রথম দেখা, তারপর ধীরে ধীরে গড়ে ওঠা প্রেম, এবং শেষে বাবার অনুমতি নিয়ে বিয়ে—এই সব মিলিয়ে মালিঙ্গা ও তাঁর স্ত্রী তানিয়া পেরেরার প্রেমকাহিনি যেকোনো রোমকমেডির চেয়েও মিষ্টি।
২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে একটি বিজ্ঞাপনের শুটিং করতে হোটেলে গিয়েছিলেন মালিঙ্গা। সেখানে ইভেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছিলেন তানিয়া। প্রথম সাক্ষাতেই তানিয়ার দিকে আকৃষ্ট হন মালিঙ্গা। তানিয়া পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমি ক্রিকেটে তেমন আগ্রহী নই। কিন্তু মালিঙ্গার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল।"
কিছুদিন পর গল শহরে তাদের দ্বিতীয় সাক্ষাৎ হয়। সেবার ফোন নম্বর বিনিময় করেন তারা। মালিঙ্গার বিদেশ সফরের সময় দীর্ঘক্ষণ ফোনে কথা হত দুজনের। ধীরে ধীরে গভীর হয় সম্পর্ক। এক বছর পর মালিঙ্গা তানিয়াকে বিয়ের প্রস্তাব দিলে তানিয়া বলেন, "বাবার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারব না।"
মালিঙ্গা হাল না ছেড়ে তানিয়ার বাবার সঙ্গে দেখা করেন। বাবার প্রশ্ন ছিল, "আমার মেয়েকে কীভাবে সুখে রাখবে?" মালিঙ্গার জবাব শুনে সন্তুষ্ট হন তিনি। ২০১০ সালের ২২ জানুয়ারি বিয়ে হয় এই যুগলের। আজও তাদের দাম্পত্য জীবন সুখের, যা যেকোনো প্রেমিক-প্রেমিকাকে স্বপ্ন দেখায়!


