২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ২ অক্টোবর কলম্বোতে শুরু হবে নিগার সুলতানা জ্যোতির দলের বিশ্বকাপ অভিযান। সোমবার আইসিসি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি।
রাউন্ড রবিন পদ্ধতিতে আয়োজিত এবারের আসরে আটটি দল অংশ নিচ্ছে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। বাংলাদেশ খেলবে মোট সাতটি ম্যাচ, যার মধ্যে প্রথমটি শ্রীলঙ্কার কলম্বোতে এবং পরবর্তী ছয়টি ম্যাচ হবে ভারতের তিনটি ভেন্যুতে।
৭ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর বিশাখাপত্তমে ১০ অক্টোবর নিউ জিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে আর ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে টাইগ্রেসরা।
সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে, ভারত বনাম শ্রীলঙ্কা দিয়ে। আর ফাইনালও নির্ধারিত আছে এই মাঠে ২ নভেম্বর। তবে পাকিস্তান ফাইনালে উঠলে, ম্যাচটি সরিয়ে নেওয়া হবে কলম্বোতে।
এবারের বিশ্বকাপ বাংলাদেশের জন্য দারুণ সম্ভাবনার মঞ্চ হতে পারে। দলের তারকা খেলোয়াড়দের ফর্ম ও অভিজ্ঞতা এই কঠিন সূচিতে ভালো কিছু উপহার দিতে পারে বলে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের ম্যাচ তালিকা:
২ অক্টোবর – পাকিস্তান
৭ অক্টোবর – ইংল্যান্ড
১০ অক্টোবর – নিউ জিল্যান্ড
১৩ অক্টোবর – দক্ষিণ আফ্রিকা
১৬ অক্টোবর – অস্ট্রেলিয়া
২০ অক্টোবর – শ্রীলঙ্কা
২৬ অক্টোবর – ভারত


