ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবার ইউরোপীয় ফুটবলে নতুন ইতিহাস গড়লেন। ২০২৪-২৫ মৌসুমে ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন তিনি।

রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় অভিষেক মৌসুমেই এমবাপ্পে করেছেন ৩১টি গোল—যা তাকে ইউরোপের সেরা গোলদাতার আসনে বসিয়েছে। ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া আয়োজিত এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি শুক্রবার (৩১ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে প্রেসিডেন্সিয়াল বক্সে তার হাতে তুলে দেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচ জাবি আলোনসোসহ রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড়।

এমবাপ্পে রিয়াল মাদ্রিদের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন। তার আগে ২০১৪-১৫ মৌসুমে জিতেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো, যিনি মোট চারবার এই স্বীকৃতি পেয়েছেন। আর রেকর্ড ছয়বার গোল্ডেন বুট জিতেছেন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি।

সবশেষ ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন ইংলিশ তারকা হ্যারি কেইন, আর তার আগের মৌসুমে এটি জিতেছিলেন আর্লিং হলান্ড। তাদেরও আগে টানা দুই মৌসুমে এই পুরস্কার পেয়েছিলেন রবার্ট লেভানদোভস্কি।

মাত্র ২৬ বছর বয়সেই এমন অর্জনে রোমাঞ্চিত এমবাপ্পে বলেন,

“গোল্ডেন বুট জেতা আমার ক্যারিয়ারের বিশেষ মুহূর্ত। এটি আমার জন্য আনন্দ ও গর্বের বিষয়। ক্লাব, কোচ, চিকিৎসক, স্টাফ—সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে মাঠের ভেতরে-বাইরে সহায়তা করেছেন। আশা করি, আগামী বছরও এই পুরস্কার জিততে পারব। আমি দারুণভাবে শুরু করেছি।”

তিনি আরও যোগ করেন,

“আমাদের দল অসাধারণ। আশা করি, এ বছর আমরা বড় ট্রফি জিতব, কারণ দলীয় সাফল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই অনেক বছর রিয়াল মাদ্রিদে থাকতে এবং এমন পুরস্কার আরও অনেকবার জিততে।”

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক মৌসুমেই এমন নজরকাড়া পারফরম্যান্সে এমবাপ্পেকে এখন অনেকে ক্লাবের নতুন ‘গ্যালাক্টিকো’ বলে অভিহিত করছেন। ফুটবল বিশ্লেষকরাও মনে করছেন, এই পুরস্কার শুধু এমবাপ্পের নয়, বরং রিয়াল মাদ্রিদের গৌরবময় ঐতিহ্যে নতুন পালক যোগ করেছে।

 

news