২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ-পর্বের পূর্ণ ড্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ফুটবলভক্তদের বহুল প্রতীক্ষিত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ. কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস—যেখানে নির্ধারিত হলো ৪৮ দলের ভাগ্য।
এবারের বিশ্বকাপের বিশেষত্ব হচ্ছে—প্রথমবারের মতো ৩২ দলের বদলে খেলবে ৪৮ দল, আর তাই গ্রুপ সংখ্যা বেড়ে হয়েছে ১২টি। কোন দল কার সঙ্গে পড়েছে, কোন গ্রুপ সহজ আর কোনটি ‘গ্রুপ অব ডেথ’—এখন সবই পরিষ্কার।
২০২৬ ফিফা বিশ্বকাপ: গ্রুপভিত্তিক পূর্ণ তালিকা
গ্রুপ ‘এ’
মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা
ইউরোপিয়ান প্লে-অফ ‘ডি’ জয়ী (ডেনমার্ক/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড/নর্থ মেসিডোনিয়া)
গ্রুপ ‘বি’
কানাডা, কাতার, সুইজারল্যান্ড
ইউরোপিয়ান প্লে-অফ ‘এ’ জয়ী (ইতালি/ওয়েলস/বসনিয়া–হার্জেগোভিনা/নর্দার্ন আয়ারল্যান্ড)
গ্রুপ ‘সি’
ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ‘ডি’
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে
ইউরোপিয়ান প্লে-অফ ‘সি’ জয়ী (তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো/রোমানিয়া)
গ্রুপ ‘ই’
জার্মানি, ইকুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও
গ্রুপ ‘এফ’
নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া
ইউরোপিয়ান প্লে-অফ ‘বি’ জয়ী (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন)
গ্রুপ ‘জি’
বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
গ্রুপ ‘এইচ’
স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ ‘আই’
ফ্রান্স, সেনেগাল, নরওয়ে
ফিফা প্লে-অফ ২ জয়ী (ইরাক/বলিভিয়া/সুরিনাম)
গ্রুপ ‘জে’
আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ ‘কে’
পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান
ফিফা প্লে-অফ ১ জয়ী (কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া)
গ্রুপ ‘এল’
ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে এবারের বিশ্বকাপ। ফিফা জানিয়েছে, শনিবার (৬ ডিসেম্বর) টুর্নামেন্টের পুরো সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
