ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে এক উন্মাদনার জোয়ার! আর সেই উত্তাপ ছড়িয়ে পড়ে বাংলাদেশেও। এখানে ভক্তদের বড় একটি অংশই ভাগ হয়ে আছেন ব্রাজিল ও আর্জেন্টিনা শিবিরে। প্রিয় দলের জার্সি কেনা থেকে শুরু করে বড় পর্দায় জমায়েত হয়ে খেলা দেখা—কী নেই বিশ্বকাপের এই মজায়!

আগামী বছরের ১১ জুন পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। ২০২৬ সালের এই মেগা ইভেন্টের আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ, আগের ৩২টির বদলে।

বিশ্বকাপ শুরুর ঠিক ১৮৮ দিন আগেই হয়ে গেল দলগুলোর গ্রুপ ড্র। আর এই ড্রয়ে তুলনামূলকভাবে সহজ গ্রুপ পেয়েছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা) ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ড্র অনুষ্ঠান।

কোন দল কোন গ্রুপে?

ব্রাজিল (সি গ্রুপ): দক্ষিণ আমেরিকার এই দানবকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে কাতার বিশ্বকাপে সেমিফাইনালিস্ট মরক্কো। গ্রুপের অন্য দুই দল হল স্কটল্যান্ড ও হাইতি।

আর্জেন্টিনা (জে গ্রুপ): বর্তমান চ্যাম্পিয়ন ও লিওনেল মেসির দেশের সঙ্গী হয়েছে ইউরোপের অস্ট্রিয়া, আফ্রিকার আলজেরিয়া ও এশিয়ার জর্ডান। শক্তির বিচারে এই গ্রুপে আর্জেন্টিনাই স্পষ্ট ফেভারিট।

এবারের আসরে আগের মতো ৮ গ্রুপ নয়, বরং ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৪৮টি দল। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল।

 

news