শর্তসাপেক্ষে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানসহ কয়েকজন তারকাকে এই ছাড়পত্র দেয়া হলেও, পিসিবি স্পষ্ট করে দিয়েছে—জাতীয় দলের কোনও ম্যাচ বা দায়িত্ব থাকলে সেটাকেই অগ্রাধিকার দিতে হবে।

পিসিবি জানিয়েছে, তিনজন ক্রিকেটারকে ৪ জানুয়ারি পর্যন্ত অন্য একটি বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেয়া হয়েছে। তবে মূল শর্ত হলো, জাতীয় দলের কোনও আন্তর্জাতিক সিরিজ বা ম্যাচের তারিখে বিদেশে লিগ ক্রিকেট খেলা চলবে না। এই নীতির ওপরেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার অনুমতি পেয়েছেন তারকারা।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৪ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বিগ ব্যাশ লিগে পাকিস্তানি ক্রিকেটাররা অংশ নিতে পারবেন। কিন্তু জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য যারা দলে নির্বাচিত হবেন, তাদের অবশ্যই সময়মতো ফিরে আসতে হবে জাতীয় দলের ডিউটিতে।

শ্রীলঙ্কা সিরিজের তারিখ ও বাধ্যবাধকতা
জানা গেছে, পাকিস্তান বনাম শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী ৭ জানুয়ারি। তিন ম্যাচের এই সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ৯ ও ১১ জানুয়ারি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। পিসিবি স্পষ্ট বলেছে, সিরিজ শুরুর আগের প্রস্তুতি ক্যাম্পে নির্বাচিত সব খেলোয়াড়ের উপস্থিতি বাধ্যতামূলক।

কোন কোন তারকা কোন লিগে?
বিগ ব্যাশ লিগে খেলার কথা রয়েছে বেশ কয়েকজন পাকিস্তানি তারকার। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ছাড়াও এই তালিকায় আছেন শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, শাদাব খান এবং হাসান আলি।

অন্যদিকে, ফখর জামান, নাসিম শাহ এবং হাসান নওয়াজ অন্য একটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে আইএলটি২০ খেলবেন। পিসিবি তাদেরকে ৪ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে।

 

news