ভারতের টস-দুর্ভাগ্যের অবিশ্বাস্য ধারায় অবশেষে ইতি! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্তনমে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন স্ট্যান্ড-ইন অধিনায়ক কে এল রাহুল। টানা ২০টি টস হারার পর ভারত পেল দীর্ঘ প্রতীক্ষিত জয়।
২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার টস জিতেছিল ভারত। এরপর শুভমন গিল, রোহিত শর্মা থেকে শুরু করে রাহুল— কেউই ভাগ্য ফেরাতে পারেননি। অবশেষে রাহুলই ভাঙলেন দুর্ভাগ্যের বৃত্ত।
টস জিতে রাহুলের মজার উদযাপন—হাসলেন আম্পায়ার ও সতীর্থরা
টসের কয়েন ‘টেলস’ দেখার সঙ্গে সঙ্গেই রাহুলের মুখে ফুটে উঠল হাসি। হাত উঁচু করে ছোট্ট একটা মজার উদযাপন করে বসেন তিনি। ম্যাচ রেফারি থেকে ধারাভাষ্যকার—সবার মুখে হাসি।
দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ডাকেছিলেন ‘হেডস’, কিন্তু ভাগ্য এবার ভারতের পক্ষেই ছিল। টস জিতেই রাহুল জানিয়ে দিলেন—তারা আগে বল করবে।
ফাইনাল ম্যাচে এক পরিবর্তন—ওয়াশিংটন বাদ, সুযোগ তিলক ভার্মার
সিরিজ নির্ধারণী ম্যাচে ভারত করল একটি পরিবর্তন। অফ-ফর্ম ওয়াশিংটন সুন্দরকে বাদ দিয়ে দলে জায়গা পেলেন তরুণ ব্যাটার তিলক ভার্মা।
কেন আগে বোলিং? রাহুল জানালেন,
“গতরাতে অনুশীলনে দেখি কিছুটা শিশির ছিল, তবে রাঁচি-রায়পুরের মতো নয়। তাই আগে বোলিং করেই চেষ্টা করতে চাইছি।”
তিনি আরও বলেন,
“উইকেট ভালো আছে। আমাদের শুধু প্রক্রিয়াটা ঠিক রাখতে হবে। ফলাফল নিজে থেকেই আসবে।”
🇮🇳 ভারত একাদশ
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, কে এল রাহুল (অধিনায়ক/উইকেটকিপার), রবিশ্রেষ্ঠ জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা
বাভুমার হতাশা—তারাও চেয়েছিল আগে বোল করতে
টস হেরে হলেও বাভুমা জানালেন, তাদেরও ইচ্ছা ছিল আগে বোল করার। এখন লক্ষ্য—দুর্দান্ত শুরু করে এমন স্কোর তোলা যা ভারতকে চাপে রাখবে।
ইনজুরির কারণে বাদ পড়ে গেছেন নান্দ্রে বার্গার ও টনি ডি জর্জি। তাদের জায়গায় দলে এসেছেন রায়ান রিকেল্টন ও অটনিল বার্টম্যান।
বাভুমার ভাষায়,
“ভালো শুরু পেলে মিডল অর্ডার সেট করতে পারবে। চেষ্টা করব প্রতিযোগিতামূলক রান করতে। দর্শকরা ভারতের জন্য চিৎকার করবে, তবু আমাদের লক্ষ্য জয়ের জন্য সর্বোচ্চ দেওয়া।”
🇿🇦 দক্ষিণ আফ্রিকা একাদশ
রায়ান রিকেল্টন, কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটজকে, আইডেন মার্করাম, ডেওয়াল্ড ব্রেভিস, মার্কো ইয়ানসেন, করবিন বশ, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, অটনিল বার্টম্যান
