রবীন্দ্র জাডেজার ঘূর্ণিতে ভেঙে গেল দক্ষিণ আফ্রিকার জুটি। আর সেই উইকেট হাতে নিয়েই তেম্বা বাভুমাকে আউট করার পর বিরাট কোহলি করলেন এক মজার ভঙ্গিতে হাঁটা—যা দেখেই গ্যালারি থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় শুরু হয়েছে হাসাহাসি!
জাডেজার বুদ্ধিদীপ্ত বল, কোহলির ক্যাচ—তারপরই মজার ‘ওয়াক’
ভিজাগে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ভারত নিল বোলিং। প্রথম দিকেই উইকেট না পেলেও জাডেজা এনে দিলেন ব্রেকথ্রু। বাভুমা ৪৮ রানে খেলছিলেন দুর্দান্ত, কিন্তু জাডেজার একটু ফ্লাইটেড বলে ভুল শট খেলতেই বল উঠে গেল পয়েন্টে—সেখানে কোহলি রিভার্স-কাপে নিলেন চমৎকার ক্যাচ।
আর ক্যাচ ধরেই কোহলি যেন হুবহু নকল করলেন বাভুমার হাঁটার স্টাইল। এই ভঙ্গি মাঠেই হাসির রোল তোলে। বাভুমা এই সফর জুড়েই নানা ট্রলের শিকার—কোহলির এই ‘সোয়্যাগ ওয়াক’ যেন আগুনে ঘি ঢালল।
ইনজুরির ধাক্কা: দলে রিকেল্টন, ওপেনার হিসেবে নতুন দায়িত্ব
দক্ষিণ আফ্রিকা দলে ইনজুরি বাধায় বদল আনতে হয়। টনি ডি জর্জি না থাকায় দলে ফিরলেন রায়ান রিকেল্টন এবং তাকে দিয়েই ইনিংস শুরু করানো হয়। তবে দ্রুতই আউট হয়ে যান তিনি।
এরপর ডি কক ও বাভুমা ইনিংস স্থির করার চেষ্টা করলেও জাডেজার বলেই ভাঙল জুটি।
প্রসিদ্ধ কৃষ্ণার দারুণ কামব্যাক—একাই ম্যাচ ঘুরিয়ে দিলেন
প্রথম স্পেলে খরুচে হলেও দ্বিতীয় স্পেলে আগুন ঝড়ালেন প্রসিদ্ধ কৃষ্ণা। মাত্র ২ রান দেওয়া ওভার দিয়ে শুরু করে টানা দুই ওভারে নিলেন ম্যাথিউ ব্রিটজকে ও আইডেন মার্করাম–এর উইকেট।
এরপর কুইন্টন ডি কককে ফুল-লেন্থ বলে বোল্ড করে ছিটকে দেন। তিন উইকেট নিয়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে ফেলেন কৃষ্ণা।
ডি ককের সেঞ্চুরি—কোহলিকেও পেছনে ফেললেন
ভারতের বিপক্ষে আবারও ঝলসে উঠলেন কুইন্টন ডি কক। খেললেন দারুণ সেঞ্চুরি—ভারতের বিপক্ষে তার সপ্তম সেঞ্চুরি এটি।
আর এই ইনিংসে তিনি ভেঙেছেন এক বিশেষ রেকর্ড।
ওয়ানডেতে ফিফটি থেকে সেঞ্চুরি কনভার্সন রেট–এ ডি কক এখন নম্বর ওয়ান।
তার কনভার্সন রেট—৪১.৮১%,
যেখানে কোহলির—৪১.৪০%।
তাদের নিচে আছেন হাসিম আমলা, ডেভিড ওয়ার্নার ও শাই হোপ—১০০ ইনিংসের বেশি খেলা ব্যাটারদের তালিকায়।
