‘মুজিব’ সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল গুরুতর অসুস্থ

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার পরিচালক, ভারতের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল গুরুতর অসুস্থ। ৮৮ বছর বয়সী এই পরিচালক কিডনি রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, হাসাপাতালে নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না। তাই বাড়িতেই চিকিৎসা চলছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, শ্যাম বেনেগালের দুটি কিডনিই কাজ করা বন্ধ করে দিয়েছে। তার ডায়ালাইসিস চলছে। বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। পরিচালকের আত্মীয় স্বজনের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী, বেশ কিছুদিন থেকেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন পরিচালক। কিন্তু গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি ঘটে।

এদিকে জানা গেছে, এর মধ্যেই ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার বাকি কাজের কথা ভাবছিলেন তিনি। এই সিনেমার কাজের মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন শ্যাম বেনেগাল।

১৯৭৪ সালে ‘অঙ্কুর’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেন শ্যাম। প্রথম সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। ১৯৭৫ সাল থেকে শুরু করে পর পর পাঁচ বছর জাতীয় পুরস্কার অর্জন করেন এই নির্মাতা। যা তার কর্মজীবনের অনন্য নজির।

এনবিএস/ওডে/সি

news