হিরো আলমের ‘অভিশাপ’র জবাবে যা বললেন তাসরিফ

ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। তার অসুস্থতা নিয়ে ফেসবুক লাইভে এসে বিতর্কিত মন্তব্য করেছেন ইউটিবার হিরো আলম। তিনি বলেছেন, ‘আল্লাহ্ পাক চাইলে মানুষকে পতন করতে পারে, এক মিনিটে। আপনারা সবাই জানেন তারই একটা চাক্ষুস প্রমাণ তাসরিফ খান। আজকে তার মুখের কী করেছে দেখেছেন? প্যারালাইসিসে মুখ বাঁকা হয়ে গেছে। এটা হলো অহংকারের পতন।’

এমন মন্তব্যের পর তাসরিফসহ কিছু মানুষের ওপর অভিযোগ এনে ‘অভিশাপ’ দেন হিরো আলম। তিনি বলেন, ‘কিছু লোক বলেছে- হিরো আলম কিসের হিরো। আমি তাদেরকে ধিক্কার জানাই, আমি যদি কোনো ভালো কাজ করে থাকি আল্লাহর কাছে বলি তাদেরকে প্যারালাইসিস দিয়ে দেও আল্লাহ্।’ এবার তার এই অভিশাপের জবাব দিয়েছেন তাসরিফ।

হিরো আলমকে শ্রদ্ধা জানিয়ে শনিবার রাতে এক ফেসবুক লাইভে এসে নিজের ফেসিয়াল প্যারালাইসিসের চিকিৎসার আপডেট জানান এই সংগীতশিল্পী। তিনি বলেন, আমি দেখেছি একটা লাইভে আপনি আমাকে অভিশাপ দিয়েছেন। আপনার অভিশাপ দেওয়া নিয়ে আমি কিছুই মনে করিনি। আপনি বলেছেন চাঁদপুরে কোনো একটা কনসার্টে আমার যাওয়ার কথা ছিল, যেখানে আপনারও আসার কথা ছিল। আমি নাকি বলেছি, আপনি আসলে আমি যাব না! এই যে তথ্যটা আপনাকে যেই দিয়েছে বা মনগড়া তথ্যই হোক, এটা একটা ভুল কথা।

তাসরিফ বলেন, আপনাকে আমি জানাতে চাই, যেসব কাজ আপনি করেন, আপনার যে সৎসাহস এবং আপনার যে ডেডিকেশন-এফোর্ট, সেটাকে আমি অনেক রেসপেক্ট করি। আমরা অনেক সময় অনেকের কথা শুনে অনেক সময় ভেঙে পড়ি, কিন্তু আপনার থেকে এই জিনিসটা মনে হয় আমার নিজেরও শেখার আছে। সো আপনার জায়গাটা আমার কাছে রেসপেক্টের জায়গা।

তিনি আরও বলেন, তার মানে এই নয় যে, আপনি যে কাজই করেন সেটাই আমি সাপোর্ট করি। যেই কাজগুলো মনে করি আপনার কাছ থেকে শেখার আছে, সেই কাজগুলোকে আমি অবশ্যই সাপোর্ট করি এবং আপনাকে রেসপেক্ট করি। আপনি আমাকে অভিশাপ দিয়েছেন সেটাতে আমি কিছুই মনে করিনি, তবে আপনি আপনার ভেতর ভুল ধারণাটা রাখবেন না দয়া করে। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আমার কোনো কথায়-যেটা আমি বলিনি, তাও যদি পেয়ে থাকেন আমাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এনবিএস/ওডে/সি

news