রাগীর পর আসছে মিজানুর রহমানের ফ্রিল্যান্সার
মিজানুর রহমান মিজান। 'রাগী’ ছবিটি পরিচালনা করে আলোচনায় আসেন । পরিচালক মালেক আফসারী থেকে শুরু করে অনেক সিনিয়র পরিচালকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
এবার মিজানুর রহমান মিজান দ্বিতীয় ছবি ‘ফ্রিল্যান্সার’ শুরু করতে যাচ্ছেন। ছবিটিতে অভিনয় করবেন তারকা নায়ক সাইমন সাদিক, পারভেজ চৌধুরী আবির ও নবাগতা মেঘলা। ২৭ মে থেকে ছবিটির শুটিং শুরু হবে।
পরিচালক জানান, ছবির গল্পটা অন্যরকম। সাধারণ বাণিজ্যিক ছবিতে যেমন পাঁচটা গান, দশটা মারপিট দৃশ্য, কিছু ড্রামা থাকে এটা তেমন না। শুরু থেকেই দর্শক একটা ঘোরের মধ্যে থাকবেন।এমন ডার্ক-থ্রিলার গল্প নিয়ে বাংলাদেশে আগে কোনো ছবি নির্মাণ হয়নি। আশা করছি, প্রথম ছবির মতো এই ছবিটাও দর্শক পছন্দ করবেন।
সাইমন সাদিক বলেন, আমি যখন দুবাই ছিলাম তখন থেকেই মিজান ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। গল্পটা তখনই শুনেছিলাম। দেশে আসার পর ২২ মে রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হলাম।
পারভেজ চৌধুরী আবির বলেন, আমি সব সময় বেছে বেছে কাজ করি। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল নায়ক রাজ রাজ্জাক, খলিলের মতো অভিনেতাদের হাত ধরে। চাইলেও তো হুটহাট ছবিতে অভিনয় করতে পারি না। এই ছবিটার গল্প শুনে মনে হয়েছে নিজেকে উপস্থাপন করতে পারব। অভিনয়ের একটা জায়গাও আছে। তাছাড়া মিজানের নির্মাণশৈলিরও ভক্ত আমি। আশা করছি, ভালো একটা ছবি হবে।
নবাগতা মেঘলা বলেন, আমি অনেকদিন ধরেই সিনেমায় অভিনয় করার প্রস্তাব পাচ্ছিলাম। তবে ভালো পরিচালক ও গল্পের অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত আমার মনের মতো গল্প ও পরিচালক পেয়েছি। আশা করছি, ভালো কিছু হবে। আশা করি।
ছবির গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
এনবিএস/ওডে/সি