গোল্ডেন ফেমি অ্যাওয়ার্ড পেলেন প্রযোজক ফরমান আলি

বুলগেরিয়ার গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ আসরে শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে এই পুরষ্কার পান তিনি। কাঠগোলাপ সিনেমার জন্য এশিয়ার ফিচার ফিল্ম বিভাগে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন ফরমান আলি।

মঙ্গলবার রাত ১১টার দিকে ‘গোল্ডেন ফেমি ফিল্ম ফ্যাস্টিভাল’র ফেসবুক পেজে প্রযোজক ফরমান আলির দুটি ছবি পোস্ট করে এই তথ্য জানানো হয়। অই পোস্টে লেখা হয়, ‘অভিনন্দন মো. ফরমান আলি। কাঠগোলাপ- দ্য সেন্টলেস’র মতো এশিয়ান মাস্টারপিস সিনেমার জন্য সেরা প্রযোজক নির্বাচিত হয়েছেন।’

ফরমান আলি বর্তমানে বুলগেরিয়াতে অবস্থান করছেন। সেখান থেকে তিনি আমাদের নতুন সময়কে উচ্ছাস প্রকাশ করে বলেন, ‘গোল্ডেন ফেমির বিজ্ঞ জুরি মন্ডলীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। পাশাপাশি এই সিনেমার সাথে সংস্লিষ্ট সকল কলা কুশলী, সিনেমাপ্রেমি ও শুভাকাক্সক্ষীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে চাই।’

‘কাঠগোলাপ’ দেশে মুক্তির আগেই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এবং পুরষ্কৃত হয়েছে। সেই ধারাবাহিকতায় সিনেমাটি বুলগেরিয়ার দ্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যালে যায়। এ উৎসবটি ১ জুন দেশটির রাজধানীর সোফিয়া বলকান প্যালেসে শুরু হয়। 

সিনেমাটিতে অভিনয় করেছেন জামশেদ শামীম, চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, এ কে আজাদ সেতু, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ। অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news