গয়নায় থাকুক বিশ্বকাপ উন্মাদনা
বিশ্বকাপ মানেই উন্মাদনা। দীর্ঘ চার বছর পর এমন আনন্দের বহিঃপ্রকাশ ঘটে প্রিয় দলের রঙিন পোশাক, পতাকা ও নানা অনুষঙ্গে। এবারের বিশ্বকাপের উন্মাদনা বেশ জেঁকে বসেছে। বর্তমান প্রজন্ম দৈনন্দিন পোশাকের তালিকায় জার্সিকেও সংযুক্ত করে নিয়েছে। শুধু জার্সি নয়, সাজসজ্জায়ও এসেছে ফুটবল বিশ্বকাপের রঙিন রূপ। তবে এবারের ফুটবল বিশ্বকাপের প্রিয় দলের ভালোবাসা আর দলের নিজস্বতা নিয়ে উঠে আসতে পারে দেশীয় সব গয়নায়ও।
নিজেকে একটু আলাদা রঙে সাজাতে ফুটবলপ্রেমী তরুণীরা বেছে নিতে পারেন প্রিয় দলের পতাকা আর জার্সির পাশাপাশি পছন্দের গয়নাও। এসব গয়নায় রয়েছে প্রিয় দলের পতাকার রং আর কারুকাজ। জনপ্রিয় ফুটবল দলের আদলে তৈরি কানের দুল, হাতের আংটি ও টিপ আপনাকে করবে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। প্রিয় দলের মতো নিজেকে রাঙাতে ও ভালোবাসা প্রকাশে বেছে নিতে পারেন অনলাইন লাইফস্টাইল ব্র্যান্ড ‘বিজেন্স’-এর নিজস্ব কারুকাজের গয়না।
ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেনসহ জনপ্রিয় আরও ফুটবল দলের আদলে তৈরি ছোট-বড় আকারের ও নানা ডিজাইনের টিপ, আংটি, চেরি দুলসহ আরও গয়না পাওয়া যাচ্ছে অনলাইন লাইফস্টাইল ব্র্যান্ড বিজেন্সে। প্রিয় ফুটবল দলকে আরও বেশি সমর্থন জানাতে এবং নিজেকে সবার থেকে রঙিন বেশভূষায় প্রকাশ করতে নিতে পারেন এসব গয়না।
এ বিষয়ে বিজেন্সের স্বত্বাধিকারী ও ডিজাইনার জিনাত জাহান নিশা জানান, গতানুগতিকের বাইরে নিজস্ব ঐতিহ্যের ছাপ রেখেই কিছু করার উদ্দেশ্যে ২০১৫ থেকে আমাদের এ যাত্রা। তিনি বলেন, শুধু গয়নাই নয় নিজস্ব ডিজাইনের শাড়ি নিয়েও কাজ করছি, যা খুব দ্রুতই আসবে। আমাদের এ আয়োজন ফুটবল বিশ্বকাপকে ঘিরে দ্বিতীয়বারের মতো হলেও এই নান্দনিকতা ধরে রাখতে চাই আগামী সব বিশ্বকাপজুড়ে।
এনবিএস/ওডে/সি