কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ৪ সিনেমা
২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের মোট চারটি সিনেমা। এগুলো হল পরিচালক মো. কাইয়ুম এর ‘দ্য গোল্ডেন উইংস অব ওয়াটারকক্স’, পরিচালক ফখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’, পরিচালক গৌতম ঘোষের ‘মুজিব ইন ক্যালকাটা’ এবং পরিচালক মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমা।
১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ওই দিন বিকাল ৪টায় কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আরও উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, তৃণমূল সাংসদ ও অভিনেতা শত্রুঘ্ন সিনহা, পরিচালক মহেশ ভাট, জয়া বচ্চন, রানী মুখার্জি, কুমার শানু ও অরিজিৎ সিংসহ টলিউডের এক ঝাঁক তারকা। শনিবার কলকাতার শিশির মঞ্চে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস।
‘দ্য গোল্ডেন উইংস অব ওয়াটারকক্স’ ছবিটি দেখানো হবে আগামী ১৬ই ডিসেম্বর নন্দন-১-এ সকাল সাড়ে এগারোটার শোতে। দ্বিতীয় বার ২১ ডিসেম্বর নজরুল তীর্থ-১ মঞ্চে বিকাল ৪ টার শোতে দেখানো হবে। ‘জেকে ১৯৭১’ সিনেমাটি আগামী ১৯ ডিসেম্বর বিকাল চারটার শোতে নন্দন-২-এ দেখানো হবে। দ্বিতীয়বার ২ ডিসেম্বর রবীন্দ্র সদনে বিকাল ৪ টায় দেখানো হবে। ‘মুজিব ইন ক্যালকাটা’ ছবিটি দেখানো হবে ১৭ ডিসেম্বর নন্দন-১-এ সন্ধ্যা সাতটার শোতে।
বিএস/ওডে/সি